
আওয়ামী লীগ–ঘনিষ্ঠ শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ইসমাঈলের পরিবারের অভিযোগ কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্যম হ্নীলা নয়াপাড়া বটতলি পশ্চিম পাড়া গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ–ঘনিষ্ঠ শ্রমিক লীগ নেতা মোহাম্মদ মোজাম্মেল হক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রবিবার (৫ অক্টোবর ২০২৫) রাতে নয়াপাড়া বটতলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের মাধ্যমে এলাকায় অরাজকতা সৃষ্টি করেছেন। এসব অন্যায়ের প্রতিবাদ করায় ক্ষুদ্র ব্যবসায়ী সাদ্দাম হামলার শিকার হন বলে তার পরিবারের অভিযোগ। হামলায় অংশ নেয় মোহাম্মদ আবদুল্লাহ হারুন, আব্দুল আজিজ, ইসমাইল, মোহাম্মদ নূরসহ আরও কয়েকজন। তারা অতর্কিতভাবে সাদ্দামের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে জানান ভুক্তভোগীর পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাদ্দামকে উদ্ধার করে। এ ঘটনায় পুরো নয়াপাড়া বটতলি এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, মোহাম্মদ মোজাম্মেল হক হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ শাখা আওয়ামী লীগ–ঘনিষ্ঠ মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতি এবং তার ছোট ভাই হারুনুর রশিদ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের অভিযোগ, তারা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এলাকায় নিরীহ মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 











