
ঢাকা প্রতিনিধি : কাজী আশরাফুল হাসান নাহিদ, ফেনীর সোনাগাজীতে আবারও চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার প্রধান সড়কে অবস্থিত পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই ইলেকট্রনিক্স এ বুধবার (২০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে প্রবেশ করে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিকের ভাষ্যমতে, প্রতিদিনের মতো রাত সাড়ে ৪ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। ভোরে বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু পথচারী দোকানের প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দেখেন ক্যাশবাক্স ভাঙা, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যেমন— ৭০০+ স্মার্টফোন, হেডফোন, চার্জার, মাইক্রোওভেন এবং কিছু গৃহস্থালী যন্ত্রপাতি উধাও। দোকান থেকে প্রায় কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। খবর পেয়ে সোনাগাজী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ দোকানের ভাঙা তালা, জানালা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন দোকান মালিক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে টহল ও নিরাপত্তার ঘাটতি রয়েছে। কয়েক মাসের মধ্যে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত পুলিশি টহল বৃদ্ধি ও অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন বছরের পর বছর ধরে কষ্ট করে এই দোকান দাঁড় করিয়েছি। এক রাতেই লাখ টাকার মালামাল লুট হয়ে গেল। যদি দ্রুত অপরাধীরা ধরা না পড়ে, তাহলে আমাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদক 





