
কলকাতা প্রতিনিধি-আসাদ আলী– কালের নতুন সংবাদঃ ২৯/০৯/২০২৪ তারিখ রবিবার বন্যা কবলিত খানাকুল থানার অন্তর্গত কামদেবপুরে ডোমজুড় জগাছা আর এমটিএ ব্লক ও শিফা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চিকিৎসা ও ওষুধ পত্র বিতরণ করা হয়। প্রায় চারশত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পত্র বিতরণ করা হয় । এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডোমজুড় জগাছা আর এম পি এ ব্লকের সম্পাদক আশরাফুল ইসলাম শেখ মহাশয়, সভাপতি ডাক্তার মিরাজুল মোল্লা, ডাক্তার মতিউর রহমান, ডাক্তার চন্দন রানা, ডাক্তার আলিমুদ্দিন লস্কর, ডাক্তার সেলিম উল্লাহ, ডাক্তার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ডাক্তার তৈমুর ইসলাম, ডাক্তার সালাইমান খান, ডাক্তার এম রহমান লস্কর, ডাক্তার এম সেনাপতি, সামতা মাদ্রাসা শিক্ষক মুফতি শেখ ইউসুফ সাহেব প্রমুখ। বন্যা কবলিত এলাকার ৫০০ জন মানুষকে খাদ্য ও ৩৫০ জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয় । ডাক্তার আশরাফুল ইসলাম শেখ ও মুফতি শেখ ইউসুফ সাহেব এর সার্বিক পরিচালনা ও তদারকিতে সুন্দরভাবে এই ক্যাম্পের কাজ সুসম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক 











