
আমি মোঃ শামসেদ আলী (৩৮) পিতা-মোঃ শওকত আলী সাং-উত্তর হালিশহর ফুল চৌধুরী বাড়ি থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম। গত ২৬/০৯/২৪ ইং দুপুর অনুমান ০৩:৩০ ঘটিকায় আমার বাইক হাইজেক করেন দূর্বৃত্তরা আমি একজন রাইড শেয়ার ড্রাইভার হই। আমার একটি এফ জেড ভি-২ মডেলের মটরসাইকেল আছে। যাহার রেজিঃ নং-চট্টঃ মেট্রো ল-১৮-৮৬৭২, চেসিস নং-PS2RG64100A061336, ইঞ্জিন নং-G3L5E0264295, রং-কালো, ১৫০সিসি। গত ২৬/০৯/২৪ ইং রাইড শেয়ার এর মাধ্যমে চট্টগ্রাম মহানগরস্থ অক্সিজেন মোড় হইতে আমার মোটরসাইকেলে একজন যাত্রী উঠে। বর্নিত যাত্রীকে নিয়ে আমি অক্সিজেন হইতে পতেঙ্গা সী-বিচ এর উদ্দেশ্য রওনা করি। কিন্তু পথমধ্যে বর্নিত যাত্রী সলিমপুরস্থ তাহার আত্নীয়র বাড়িতে যাইবে মর্মে জানাইলে আমি সরল বিশ্বাসে তাহাকে নিয়ে ঘটনাস্থল সীতাকুন্ড মডেল থানাধীন উত্তর সলিমপুর গনি মেম্বারের বাড়িতে যাই। কিন্তু সেই সুযোগ বর্নিত যাত্রী বেশের বিবাদী আমাকে কৌশলে তরল রাসায়নিক পদার্থ শুকাইয়া অজ্ঞান করে ফেলে ও আমার নিকট হইতে আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার আনুমানিক ০১ ঘন্টা পর ০৪:৩০ ঘটিকার সময় আমার জ্ঞান ফিরে আসিলে আমি দেখিতে পাই যে , আমি ভাটিয়ারীতে অবস্থান করিতেছি। পরবর্তীতে আমার দুলাভাই আমাকে উদ্ধার করে আমার বাসায় নিয়ে যায়। আমি প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হইলে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হয়।
নিজস্ব প্রতিবেদক 











