
নিজস্ব প্রতিবেদকঃ এম আর তাওহীদ, অসুস্থ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব হাসান ওয়ারেছ সাহেবকে তাঁর নিজ বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ। সাক্ষাৎকালে আলহাজ্ব এরশাদ উল্লাহ হাসান ওয়ারেছ সাহেবের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, সমাজ ও মানুষের কল্যাণে হাসান ওয়ারেছ সাহেবের অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। একজন দায়িত্বশীল শিল্পপতি ও সমাজসেবক হিসেবে তাঁর অসুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং পুরো এলাকার মানুষের জন্যই গভীর উদ্বেগের বিষয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চৌধুরী (চেয়ারম্যান) এবং দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন। উপস্থিত নেতৃবৃন্দ হাসান ওয়ারেছ সাহেবের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনে দলীয় ও ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ হাসান ওয়ারেছ সাহেবের সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 











