নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর কঞ্জুরীতে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের। গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলটি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি মিলাদ, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ