
চট্টগ্রাম শিল্পী সমিতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ সেল কেয়ার (মোবাইল রিপিয়ার) প্রেজেন্ট উৎসাহ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট, চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: মফিজুল হক ভুইয়া। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ মজিবুর রহমান, প্রধান আলোচক ছিলেন চাটগাঁর সংবাদ ও চাটগাঁর টিভি’র সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মোবাইল রিপেয়ার কোম্পানি সেল কেয়ারের কর্ণধার মুনতাসীর মুন্না, সি আর এস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম নুর, মোহরা পাইলট একাডেমির পরিচালক ও অধ্যক্ষ দেদুল বড়ুয়া, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়। উৎসাহ অ্যাওয়ার্ড পেলেন যাঁরা চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি সাংবাদিক আবছার উদ্দিন অলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এস এম সরওয়ার ও তুষার দাশ। স্বপ্না জিমির সঞ্চালনায় অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক গ্রহণ করেন, চট্টগ্রামের প্রথম পরিচালক নুরুল ইসলাম নুরু, চট্টগ্রামের প্রথম সিনেমা হলের মালিক আবুল হোসেন, চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র নায়ক পংকজ বৈদ্য সুজন, চট্টগ্রামের প্রথম কবিতার অ্যালবাম করা ও বোকাল আর্টিস্ট হাবিব রেজা বাবলা, অনুষ্ঠানে এস এম সরওয়ারের রচনা ও পরিচালনায় ১০টি শিক্ষা মূলক শর্ট ফিল্ম প্রদর্শনী হয়। শর্ট ফিল্ম সমূহ হলো, আমিও হাদি হতে চাই, মায়ের শিক্ষা বড় শিক্ষা, মুখোশ, তোমার কিছু হয় নি, ফিরে আসা প্রবাসী,আমার ক্ষিধে পেয়েছে, গোস্ট অব দ্যা জঙ্গল, বাবার পরি, ধূমপানে বিষপান ও গ্রামের সুন্দরী। ন্যাশনাল একাডেমির সদস্যরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ন্যাশনাল কালচারাল একাডেমির পরিচালক আদিবা, ফারহান খাঁন, পরিচালক মীর সেলিম, প্রযোজক এস এম সম্রাট, অভিনেতা শোভরাজ আইয়ুব চৌধুরী, এম আর তাওহীদ, মৌ, এসবি খাঁন রকি, নাহিদ, আদিয়ান, আদিফাহ, ফরহাদ শাহরুখ, কাজল, সোমা, জুঁই, শিবাঙ্গী, প্রিয়া সুলতানা, পরি নয়ন মনি, রুমি, এম ডি সোহেল, তুষার দাস, এডিটর ইরফান হোসেন জেবু, কামাল, সুমন, মানবি চৌধুরী ও নাহিদ।
নিজস্ব প্রতিবেদক 











