
এস,এস,সি ৯১ চট্টগ্রাম বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠান আজ আনোয়ারার পারকি বীচের লুসাই পার্কে অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ও সাধারণ পরিষদের সভাপতি নূর উদ্দিন জাহেদ এর সভাপতিত্বে মানবিক পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ, সাধারন পরিষদ, মানবিক পরিষদ, সাধারন সদস্যদের মধ্য হইতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ক্রিয়েটর ও এডমিন প্যানেল প্রধান মোহাম্মদ আনিছুল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে – হিল্লোল বিশ্বাস,আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু,এড,তৈয়ব ইব্রাহিম, শরফ উদ্দিন চৌধুরী বাহার,এড,তাহমিনা সুলতানা,রায়হান ফকির,,মাহবুব আলম,শফিকুর রহমান চৌধুরী, তুষার কান্তি রায়,শফিউল আলম,শেখ ফরিদ,আশরাফ সেলিম,এড,মোঃ তারেক,জসিম উদ্দিন,সাইফুদ্দিন,মোঃ মোরশেদ কামাল,প্রদীপ চৌধুরী, রুপম রায় রবিউল হোসেন চৌধুরী, সরোয়ার আলম,আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ,মাষ্টার সেলিম। অনুষ্টানে বক্তব্য রাখেন সাধারন পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম,মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের,সাধারন পরিষদের সহ – সভাপতি আইরিন মনীষা,সাধারন পরিষদের সহ- সভাপতি ও এডমিন সদস্য এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু)। এতে আরো উপস্থিত ছিলেন এডমিন প্যানেল সদস্য,জসিম উদ্দিন,আনোয়ারা আনোয়ারা খানম,ফাহমিদা শাওন,মঈন উদ্দিন,নাছিমা আক্তার,কামরুন নাহার খানম কমু, লুৎফুন নাহার লুৎফা, আকলিমা পারভীন কনিকা,মোঃ এয়াকুব,আফছানা,শাহিনুর বকুল, সমীর দাশ,মুন আলমগীর, মমতাজ নাছরিন,রুহুল কাদের চৌধুরী শিলু,মাহবুবুল আলম মাহবুব,জসিম উদ্দিন,নরোত্তম সাহা,এড,তসলিম উদ্দিন হিরো,মামুনুর রশীদ,মোক্তাদুল শংকর,জাহাঙ্গীর আলম,জসিম উদ্দিন,সংযুক্তা চৌধুরী, তন্দ্রা চৌধুরী, শাহনাজ দিলরুবা, মোঃ নুরুল আলম, মোঃ মঈন উদ্দিন তালুকদার, টিটু বড়ুয়া,মাষ্টার মমতাজ উদ্দিন,প্রকৌশলী ফরহাদ হাসান, আবদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য প্রায় সবাই স্মৃতি কাতর হয়ে পড়েন,সবাই হারিয়ে যায় তাঁর স্মৃতি কাতর অতীত, নানা রঙ্গের দিনগুলোতে। নাচ,গান যেন পুরো অনুষ্টানকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে আগত সবাই হাত তোলে একমত পোষন করেন প্রায় ৮৮০০( চলমান) সদস্য নিয়ে গঠিত এই এস,এস,সি ৯১চট্টগ্রাম বিভাগ এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে বসবাসরত প্রবাসী ৯১ ব্যাচের বন্ধুদের নিয়ে যেন বিদেশে বিস্তৃতি ঘঠে। আর সংগঠনের সামাজিক এবং বিভিন্ন অনুষ্টান যাতে আরো ব্যাপক আকারে হয় সে বিষয়ে তাদের অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্টানে চট্টগ্রাম বিভাগ ছাড়া ও দেশের বিভিন্ন জেলা থেকে অনেক বন্ধু – বান্ধবীরা অংশ গ্রহন করে পরে সংগঠনের পক্ষ হইতে বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য রাখায় বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তিকে স্মারক সম্মাননায় ভূষিত করা হয়। পরে জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। সবশেষে অনুষ্টানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক 











