
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় সাংবাদিকদের তথ্য দেওয়ার জেরে মনিকা আক্তার নামের এক নারীকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে, এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়, চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রাতে মনিকাকে অপহরণের উদ্দেশ্যে তার বসতঘরে তল্লাশি চালায় একদল দুর্বৃত্ত, এ সময় হামলাকারীরা মনিকার গরুর খামারে হানা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং দুইজন নারীসহ কয়েকজন পুরুষ মিলে বেশ কিছু গরু লুট করে নিয়ে যায়,পরিস্থিতি বুঝতে পেরে ওই রাতে আত্মগোপন করে নিজেকে রক্ষা করেন মনিকা। পরদিন সকালে নিজের নিরাপত্তার কথা ভেবে পুলিশের সহযোগিতা নিতে থানার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, ঠিক সেই মুহূর্তে অস্ত্রধারী হামলাকারীরা তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। মনিকা আক্তার জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও মারধর করে, এ সময় তার সাথে থাকা আনুমানিক ৫ লাখ টাকার স্বর্ণালংকার,নগদ অর্থ, ব্যাংকের কার্ড এবং গরুর খামারের গরুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় তারা, শুধু মনিকার ওপরই নয়, হামলাকারীরা তার খামারের কর্মচারীদের ওপরও হামলা চালায়, অভিযুক্তরা হলেন শিল্পী, বিলকিস, ফয়সাল, শরিফ ও পারভিন আক্তার, শেলী , ইয়াসিন , নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, উমর গনি এম এস কলেজের ছাত্রলীগ নেতা, ফাহিম ইসলাম , ইয়াসমিন সহ, ভুক্তভোগীর অভিযোগ, এরা আনুমানিক ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ‘কিশোর গ্যাং’ চক্রের সদস্য, এ ঘটনায় প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মনিকা আক্তার ও এলাকাবাসী। এ বিষয়ে সিএমপি বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলাটি তদন্ত দিন রয়েছে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে সিএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার পিয়ার শাখায় যোগাযোগ করে জানতে চাওয়া হয় ,,, ভিকটিম ৯৯৯ নম্বরে কল দিয়ে সিএমপি চট্রগ্রাম বায়েজিদ বোস্তামী থানা পুলিশের সহযোগিতা চাইলে , ঘটনাস্থলে বায়েজিদ থানা পুলিশের একটি টিম যায় , আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় , কিন্তু রাতে ভিকটিমের বিরুদ্ধে হামলাকারীদের পক্ষে বিলকিস নামের একজনকে বাদী করে , বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন , এ বিষয়ে জানতে চাইলে , তিনি বলেন,,,, মণিকার নামে মামলা হয়েছে ঠিক আছে, উনাকে থানায় যেতে বলেন এটা কাউন্টার মামলা হবে , মণিকাকে থানায় পাঠান অথবা তার আত্মীয় স্বজনদেরকে পাঠান মণিকাও মামলা করতে পারবে থানায় ।
নিজস্ব প্রতিবেদক 











