
নিজস্ব প্রতিনিধিঃ বোয়ালখালীবাসীর প্রিয় ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কক্সবাজার জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হওয়ায় বোয়ালখালী প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে একটি সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সদস্যরা দীর্ঘ সময়ের কর্মসম্পর্ক, সহযোগিতা এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁর মানবিক ও নিষ্ঠাবান ভূমিকার স্মৃতিচারণ করেন।
শেষ বৈঠকে তাঁকে কেন্দ্র করে আলাপ-আলোচনার মাধ্যমে বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিজেদের সুখ-দুঃখের কথা শেয়ার করেন এবং বোয়ালখালীর উন্নয়নে তাঁর অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর দায়িত্বশীলতা, মানুষকে দ্রুত সেবা দেওয়ার মনোভাব এবং অসাম্প্রদায়িক চেতনা তাঁকে একজন আদর্শ প্রশাসনিক কর্মকর্তার উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বৈঠকের শেষে বোয়ালখালী প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও নতুন কর্মস্থলে আরও সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানিয়ে তাঁকে বিদায় জানান।
নিজস্ব প্রতিবেদক 











