
নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রনেতা থেকে সংসদ নেতা হওয়ার প্রত্যয়ে গণঅধিকার পরিষদ–এর পক্ষ থেকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের জন্য ট্রাক প্রতীকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তরুণ ছাত্রনেতা রবিউল হাসান তানজিম। ফটিকছড়ির তরুণ সংগঠক রবিউল হাসান ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে রবিউল হাসান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ–এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদেও তিনি মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত আছেন। তরুণদের প্রতিনিধিত্ব, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চান।
নিজস্ব প্রতিবেদক 





