০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“মন খারাপের দিনে” বখাটেপনা, হ্যাকিং ও সহমর্মিতার গল্প ঢাকা

ঢাকা প্রতিনিধি: কাজী আশরাফুল হাসান

এক তরুণীর জীবনে সামাজিক মিডিয়া ও মানসিক নিপীড়নের জটিল বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন খারাপের দিনে’। বখাটে তরুণ তারিকুল, অসহায় অরনী এবং হ্যাকার মিরাজ—এই তিন চরিত্রের ভেতর দিয়েই ফুটে উঠেছে আধুনিক সমাজের এক অনিবার্য বাস্তব চিত্র।

নাটকের শুরুতেই দেখা যায়, অরনীকে নানাভাবে হয়রানি করে বেড়াচ্ছে এলাকার বখাটে তারিকুল। নানা কৌশলে সে অরনীর কাছাকাছি যেতে চায়, কিন্তু প্রত্যাখ্যাত হয় বারবার। মেয়েটি একদিকে তারিকুলের হয়রানিতে অতিষ্ঠ, অন্যদিকে সামাজিক ভয়ে পরিবারকেও কিছু বলতে পারে না।

এই সময় গল্পে আসে আইটি এক্সপার্ট মিরাজ, যাকে টাকার লোভ দেখিয়ে তারিকুল অরনীর সোশ্যাল মিডিয়া হ্যাক করতে বলে। কিন্তু অরনীর অসহায় অবস্থা মিরাজের মনে সহমর্মিতা জাগায়—এবং সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এখন প্রশ্ন—মিরাজ কি অরনীকে রক্ষা করতে পারবে, নাকি শুরু হবে বিশ্বাসভঙ্গের আরেক অধ্যায়?

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ, গল্প ও চিত্রনাট্য দুটোই তার নিজস্ব। অভিনয়ে রয়েছেন আরশ খান, সামিরা খান মাহি, রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজল প্রমুখ।

সংগীতায়োজনে আছেন তাসনুভ, আর গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি

প্রযোজনা সংস্থা আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন,

“আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা নাটককে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। ‘মন খারাপের দিনে’ সেই প্রচেষ্টার প্রথম ধাপ। এখানে দর্শক একসঙ্গে পাবেন ভালো গল্প ও সামাজিক বার্তা।”

নাটকটি আগামী বৃহস্পতিবার অবমুক্ত হবে এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে

“মন খারাপের দিনে” বখাটেপনা, হ্যাকিং ও সহমর্মিতার গল্প ঢাকা

সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ঢাকা প্রতিনিধি: কাজী আশরাফুল হাসান

এক তরুণীর জীবনে সামাজিক মিডিয়া ও মানসিক নিপীড়নের জটিল বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন খারাপের দিনে’। বখাটে তরুণ তারিকুল, অসহায় অরনী এবং হ্যাকার মিরাজ—এই তিন চরিত্রের ভেতর দিয়েই ফুটে উঠেছে আধুনিক সমাজের এক অনিবার্য বাস্তব চিত্র।

নাটকের শুরুতেই দেখা যায়, অরনীকে নানাভাবে হয়রানি করে বেড়াচ্ছে এলাকার বখাটে তারিকুল। নানা কৌশলে সে অরনীর কাছাকাছি যেতে চায়, কিন্তু প্রত্যাখ্যাত হয় বারবার। মেয়েটি একদিকে তারিকুলের হয়রানিতে অতিষ্ঠ, অন্যদিকে সামাজিক ভয়ে পরিবারকেও কিছু বলতে পারে না।

এই সময় গল্পে আসে আইটি এক্সপার্ট মিরাজ, যাকে টাকার লোভ দেখিয়ে তারিকুল অরনীর সোশ্যাল মিডিয়া হ্যাক করতে বলে। কিন্তু অরনীর অসহায় অবস্থা মিরাজের মনে সহমর্মিতা জাগায়—এবং সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এখন প্রশ্ন—মিরাজ কি অরনীকে রক্ষা করতে পারবে, নাকি শুরু হবে বিশ্বাসভঙ্গের আরেক অধ্যায়?

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ, গল্প ও চিত্রনাট্য দুটোই তার নিজস্ব। অভিনয়ে রয়েছেন আরশ খান, সামিরা খান মাহি, রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজল প্রমুখ।

সংগীতায়োজনে আছেন তাসনুভ, আর গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি

প্রযোজনা সংস্থা আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন,

“আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা নাটককে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। ‘মন খারাপের দিনে’ সেই প্রচেষ্টার প্রথম ধাপ। এখানে দর্শক একসঙ্গে পাবেন ভালো গল্প ও সামাজিক বার্তা।”

নাটকটি আগামী বৃহস্পতিবার অবমুক্ত হবে এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে