
চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ ৬ অক্টোবর, রবিবার। আজ বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে এই দিনে বৌদ্ধ ভিক্ষুরা আত্মশুদ্ধি ও পাপমোচনের জন্য পালন করেন নানা ধর্মীয় আচার। চট্টগ্রাম শহরের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে আজ সকাল থেকেই চলছে প্রার্থনা, ধ্যান, এবং দান-খয়রাতের কার্যক্রম। বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাসকালীন সাধনা শেষে আজকের দিনটিকে আত্মসমালোচনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উপলক্ষ হিসেবে পালন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বৌদ্ধ বিহার, নন্দনকানন বৌদ্ধ মন্দির, পটিয়া বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন স্থানে সকাল থেকেই উপচে পড়া ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রদীপ প্রজ্বালন, বর্ণিল ফানুস উড়ানো ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী চলে এই উৎসবের আয়োজন। প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শান্তি, সহমর্মিতা ও মানবতার চর্চার প্রতীক। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই দিনের আত্মশুদ্ধি অনুশীলনের মাধ্যমে মনুষ্যজীবনে আসে সত্য, ধৈর্য ও করুণার বার্তা।
নিজস্ব প্রতিবেদক 





