চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর ৮ নং ওয়ার্ডের উদ্যেগে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শনিবার বাদে আসর দক্ষিণ ইদিলপুর বায়তুল জান্নাত জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়। সীরাতুন্নবী স. মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আনসারী, প্রধান মেহমান হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-০৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী। এছাড়া বয়ান করেন বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুজ্জামান, বায়তুল রাহাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি জাবের হোসেন। এসময় সীতাকুণ্ড উপজেলার জামায়াতের ইসলামীর সেক্রেটারি আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ