সম্পত্তি দখল ও মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
-
নিজস্ব প্রতিবেদক
-
সময় :
০২:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
-
৬১৭
পড়েছেন

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার। ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে নগরীর জামালখান এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেলি আক্তার। তিনি অভিযোগ করে বলেন, তাদের মৌরসী সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে প্রতিপক্ষ আবদুল খালেক দোকান নির্মাণ করেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শেলি আক্তার বলেন, “আমাদের দাদা আলী হোসেন ও মৃত নজির আহম্মদ যৌথভাবে ক্রয়কৃত ১৪ গন্ডা জমির অর্ধেক অংশে আমাদের মালিকানা। কিন্তু নজির আহম্মদের ওয়ারিশরা ভুয়া কাগজপত্র, জাল দলিল ও মিথ্যা সাক্ষ্য ব্যবহার করে আমাদের সম্পত্তি দখল করেছে।” তিনি অভিযোগ করেন, আবদুল খালেক জন্মেরও আগে ১৯৭৮ সালের জাল দলিল ব্যবহার করে জমি দখল দেখাচ্ছেন। এমনকি ৩ গন্ডা জমির দলিল দেখিয়ে ৫.৫ গন্ডা জমি দখল করেছেন। শুধু তাই নয়, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলার মাধ্যমে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।