
নিজস্ব প্রতিনিধিঃ মোঃ আশরাফুল ইসলাম, রাজধানীর মহাখালী আমতলী কাঁচা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশের সিটিটিসি ইউনিট। বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সিটি আই-০৩ টিমের সহকারী পুলিশ কমিশনার আলী আশরাফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মিছিল শুরুর পূর্বেই সরকারবিরোধী কার্যক্রমের প্রস্তুতি নেয়ার সময় চারজনকে আটক করা হয়। এ সময় ঢাকা উইং এনএসআই ও গুলশান বিভাগের ডিসি’র সমন্বয়ে মিছিলটি প্রতিহত করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোঃ আনিছুর রহমান (৪২), গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা, বর্তমানে দক্ষিণ খান থানার ফায়েদাবাদে বসবাস। মোঃ আব্দুল হালিম (৫২), মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা, বর্তমানে ফায়েদাবাদ, দক্ষিণ খান। মোঃ বাদল হোসেন (৪৫), দক্ষিণ খান থানার ফায়েদাবাদের বাসিন্দা। মোঃ মান্নান সিকদার (৬৭), দক্ষিণ খান থানার ফায়েদাবাদের বাসিন্দা। গ্রেফতারের পর তাদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের পর এলাকায় কোনো অস্থিরতা পরিলক্ষিত হয়নি এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





