
পতিত আ’লীগ সরকারের সময়ে যেনতেন পত্রিকার পরিচয়ধারী সাংবাদিকদের মতো আগামী নির্বাচনে সে সুযোগ না থাকার সম্ভাবনা বিদ্যমান। স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশের অতিতের সকল ইতিহাস’র রেকর্ড ভঙ্গ করা বিগত শেখ হাসিনার নের্তৃত্বাধীন পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের নির্বাচন ভোটারের ভোট বিহীন, দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার নির্বাচনে সরকার দলীয় পত্রিকার সাংবাদিক নামধারী ও যেনতেন আকারের পত্রিকার প্রতিনিধির পরিচয় ধারী এবং তৎ দলীয় নেতাদের ক্যাডার বাহিনী কে সাংবাদিক বানিয়ে নির্বাচনী এলাকায় মহড়া দেয়ার সুযোগ সৃষ্টি করে দেয়ার হীন মানসে নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টি করে দেয়ার নিমিত্তে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার সুবাদে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচন পর্যবেক্ষণ করার নামে অনেক কে কার্ড পাওয়ার সুযোগ দেয়া হলে ও বিএনপি’র একমাত্র মুখোপত্র হওয়ায় দৈনিক ‘দিনকাল’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি হওয়ার পর ও সেই সুযোগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিলো। তৎ সময়কার সরকার ও তথ্য মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী যথাযথ ভাবে পত্রিকা (দৈনিক দিনকাল) কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা আইডি কার্ড এর কপি, ছবি এবং নিজ হস্তে লিখিত আবেদন করার পর ও শুধুমাত্র বিএনপি’র পত্রিকা হওয়ার কারণে নির্বাচন পর্যবেক্ষণ করার কার্ড পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিলো দৈনিক দিনকাল পত্রিকার মীরসরাই প্রতিনিধি কে ! বর্তমানে কোনো রাজনৈতিক দলীয় সরকার নয়, রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অন্তর্বর্তী কালীন সরকারের অধীনে আগামী নির্বাচনে তা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে কার কথা। নির্বাচনের দিনোক্ষণ ঘনিয়ে আসার প্রাক্কালে তার কিছু জানা যাবে বলে ধারণা।
বিশেষ প্রতিনিধিঃ এম, এ কাশেম 





