নিজস্ব প্রতিবেদকঃ উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিবদমান দু'টি প্রেসক্লাব রয়েছে। প্রেসক্লাব কাদের জন্য এবং এর কাজ কি? প্রশ্নের পর প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে! এবং আসাটা ও স্বাভাবিক হিসেবে গন্য করা যায়। এর কারণ হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে-প্রেসক্লাব কেবলমাত্র পত্রিকার প্রতিনিধি/সাংবাদিকদের জন্য হলেও বিগত ১৭ বছরের সময়ে ওই দুই টা প্রেসক্লাব আওয়ামী দলীয় নেতা-কর্মীদের আড্ডা খানা হিসেবে মীরসরাই উপজেলার দলমত নির্বিশেষে সকল (প্রায়) মানুষের জ্ঞাতসার। ওই প্রেসক্লাব গুলোতে তৎসময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনার ছবি টাঙানো থাকতো সব সময়। এমন কি জমকালো ভাবে শেখ হাসিনার জন্মদিন ও পালন করা হতো ব্যানার টাঙিয়ে। এ ছাড়া- এমনো দিন যায়নি যে, শেখ হাসিনার মরহুম পিতা শেখ মুজিব এর জন্মবার্ষিকী ও মৃত্যু বার্ষিকী পালন করা হয়নি ওই প্রেসক্লাব নামিয় আওয়ামী আড্ডা খানায় ! অথচ, ওই প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক সহ অন্যান্য পদ-পদবীর পরিচয় দেয়া ব্যাক্তিরা সাংবাদিকতার মহান পেশার ওপর কালিমা লেপন করে নানাবিধ: কর্ম করনের মাধ্যমে লাখ লাখ-কোটি টাকার মালিক বনে গেলে ও প্রকৃতপক্ষে পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া কোনো সাংবাদিক এর জন্য উল্লেখযোগ্য কোনো কিছু-ই করতে পারেনি। শুধু মাত্র বিএনপি'র একমাত্র মুখোপত্র দৈনিক 'দিনকাল' পত্রিকার প্রতিনিধি/সাংবাদিক হওয়ার কারণে বিগত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনামলে চরম বৈষম্যের মধ্যে ফেলে রেখেছিলো ওই সব সাংবাদিক নামধারী আওয়ামী লেজুড় ভিত্তিতে পরিচালিত হওয়া ব্যাক্তিরা। এমন কি আওয়ামী সন্ত্রাসী-গুন্ডারা পর পর ৪ বার হামলা চালিয়ে রক্তাক্ত আহত করলে ও কোনো সাংবাদিক তার প্রতিবাদ তো দুরের কথা শান্তনা দেয়ার মানসিকতা ও দেখায়নি দিনকাল প্রতিনিধি এম, এ কাশেম কে। অথচ, ওই সব সাংবাদিকদের মধ্যে কয়েকজন হামলায় আহত হওয়া 'দিনকাল' প্রতিনিধি কাশেম কে রক্তাক্ত কাপড় সহ দেখতে ও পেয়েছিলো। এ ছাড়া অতিত সময়ে দেশের অন্যান্য স্থানে সাংবাদিকদের ওপর হামলা সহ নানাবিধ: ঘটনার কথা বাদ দিলে ও গত পরশু গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্দয় ও নির্মম ভাবে কুপিয়ে খুন করার পর তার বাদ-প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজ যাহা করে যাচ্ছে তার বিন্দু মাত্র ও নেই ওই মীরসরাই প্রেসক্লাবের! ফলে, প্রশ্ন জানাটা-ই স্বাভাবিক যে, প্রেসক্লাব কি জন্য? প্রেসক্লাবের পদ-পদবী ব্যবহার করে শুধু-ই কি নিজেদের নাম জাহির করা এবং ধান্দাবাজিতে মশগুল থাকা?
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ