
ঢাকা প্রতিনিধি : কাজী আশরাফুল হাসান, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনে মুসলিম বিশ্বের নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫-এ মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলি, কিন্তু তা কাজে প্রয়োগ করি না। পরিবর্তনের জন্য কেবল উপদেশ নয়, দরকার কার্যকর পদক্ষেপ ও সামাজিক দায়বদ্ধতা। তিনি আরও বলেন, আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই ধারা এখনই থামানো না গেলে ভবিষ্যতে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং মানব সভ্যতা হুমকিতে পড়বে।
ইসলামী মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন,ইসলাম কেবল উপদেশ দেয় না, বৈষম্য ও মুনাফার নামে দুঃখ সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নেয়। যাকাতকে তিনি একটি কার্যকর ও মানবিক অর্থনৈতিক কাঠামো হিসেবে উল্লেখ করেন, যা আধুনিক করব্যবস্থার চেয়ে দরিদ্রদের সরাসরি উপকারে আসে। ফিলিস্তিন সংকট নিয়ে মুসলিম বিশ্বের নীরবতার সমালোচনা করে রিজওয়ানা বলেন, নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, ইউএনআইডব্লিউ ও সওয়াব-এর নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা সামাজিক ব্যবসা ও ইসলামী অর্থনীতির শক্তি কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক 





