
নিজস্ব প্রতিনিধিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, একটি পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া গেছে। সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেকে বলছেন তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। আসলে এটি একে-৪৭ নয়, একটি পিস্তলের খালি ম্যাগাজিন, যা ভুলবশত রেখে গিয়েছিলেন। এমন ভুল হতেই পারে। যেমন, কেউ চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে চলে যান— এটি তেমনই একটি ভুল। তিনি যদি জানতেন, তা হলে নিতেন না।
এ বিষয়ে আরও প্রশ্ন ওঠে, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না হলে কীভাবে তিনি অস্ত্রের বৈধ লাইসেন্স পেলেন? এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আমি ওই আইনটি দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারব না।
এয়ারপোর্টে তিন দফা স্ক্যানিংয়ের পর ম্যাগাজিন ধরা পড়ে তৃতীয় দফায়। এতে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছেতিনি বলেন, আমার ভাই যদি নেতা হন, তিনি প্রবেশে কিছু প্রিভিলেজ পেতে পারেন। কিন্তু এখন থেকে নিশ্চিত করতে হবে—কাউকে যেন বাড়তি সুবিধা না দেওয়া হয়, সবার জন্য আইন সমান প্রয়োগ করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ও আসন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশজুড়ে বিভিন্ন পার্টি ও সংগঠনের অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত এসব ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।
নিজস্ব প্রতিবেদক 





