
ঢাকা প্রতিনিধি : কাজী আশরাফুল হাসান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণসহ রাজস্ব খাতের সংস্কারের দাবিতে টানা শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার (২৯ জুন) টানা সপ্তম দিনের মতো এনবিআর প্রধান কার্যালয়ের গেট বন্ধ রেখে আন্দোলন চলছে। বাইরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ আব্দুর রহমান খানকে রেখে কোনো আলোচনা নয় এমন নানা স্লোগানে মুখরিত এনবিআর ভবনের সামনে চলমান কর্মসূচিতে অংশ নিচ্ছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে ঢাকাসহ সারাদেশের কাস্টমস, ভ্যাট ও কর অফিসেও চলছে একই ধরণের আন্দোলন। ফলে দেশের রাজস্ব প্রশাসনে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার ১২ মে যে অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠন করেছে, তা রাজস্ব ব্যবস্থার জন্য হুমকি। শুরুতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করলেও পরে সরকারের ব্যাখার ভিত্তিতে আন্দোলন কিছুটা স্থগিত হয়। তবে চেয়ারম্যানের ভূমিকা ও অসহযোগিতার অভিযোগ তুলে আন্দোলনকারীরা আবারও মাঠে নামেন। এদিকে অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এক সভার আয়োজন করে। সেখানে কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা এবং আগামী মঙ্গলবার ত্রিপক্ষীয় আলোচনার সিদ্ধান্ত হলেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা সভায় উপস্থিত ছিলেন না। ফলে সংকটের সমাধান মিলছে না। আন্দোলনকারীদের দাবি, এনবিআর চেয়ারম্যান পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, প্রবেশে বাধা, এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ফ্যাসিবাদী আচরণের উদাহরণ বলে তারা অভিযোগ করছেন। তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
নিজস্ব প্রতিবেদক 





