
ঢাকা প্রতিনিধিঃ কাজী আশরাফুল হাসান, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জড়ো হয়ে নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের নেতৃত্ব দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। নেতারা জানিয়েছেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। চাকরি অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ রাখা হয়েছে। এই বিধান বাতিলের দাবিতে ঈদের আগেও কর্মচারীরা আন্দোলন করেন এবং সরকারের উপদেষ্টাদের স্মারকলিপি দেন। এ নিয়ে গঠিত কমিটি আগামী সোমবার বৈঠকে বসছে। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক 





