
ঢাকা প্রতিনিধিঃ কাজী আশরাফুল হাসান, সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে গণভোটে যাওয়ার পক্ষে মত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “দেশকে ভবিষ্যতের স্বৈরতন্ত্র থেকে রক্ষায় এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠন জরুরি। যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, তবে গণভোটেই জনগণের মত নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, অতীতে সব সরকারই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। এনসিসি সেই প্রক্রিয়া থামাতে ভূমিকা রাখবে। তবে এনসিসিতে রাষ্ট্রপতির অন্তর্ভুক্তির বিষয়ে দলটি ভিন্নমত পোষণ করেছে।
এ সময় ইসলামী আন্দোলন এনসিসির অধীনে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের বিষয়েও আপত্তি জানায়।
বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
নিজস্ব প্রতিবেদক 





