
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম পাহাড়তলী থানার অভিযানে ১০ কেজি গাঁজা একটি লেগুনা পিকআপ গাড়ীসহ একজন আসামি গ্রেফতার। সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব স্পিনা রানী প্রামানিক ও পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মঈনুর রহমান এর তত্বাবধানে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/ মোঃ আবু আফছার ভূঁইয়া, সঙ্গীয় এএসআই ইকবাল হোসেন মজুমদার ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়ামস্থ সেবা খোলা আশ্রমের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি অবৈধ গাজা যাহার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা একটি লেগুনা পিকআপ গাড়ীসহ মোঃ রবিউর হোসেন প্রকাশ বাদশা (৩২), তার পিতা আহমেদের রহমান, মাতা আনজু আরা বেগম, সাং গোভনীয়া, সাদেক আলী ভূঁইয়া বাড়ী, থানা মিরসরাই, তাকে ধরতে সক্ষম হয়। এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 











